ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

পাচগাও শান্তি সংঘ যুব সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


জানুয়ারি ২৩, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাবু হাওলাদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি:   পাচগাও ইউনিয়ন পরিষদের প্রয়াত সাবেক চেয়ারম্যান এইচ এম সুমন হাওলাদার এর স্বরনে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন পাচগাও শান্তি সংঘ যুব সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পাচগাও বালুর মাঠে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় বিভিন্ন বয়সী নারী পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিস, রক্তচাপ, দন্ত,গাইনি, মেডিসিনসহ নানা রোগের চিকিৎসা সেবা প্রদান করেন।

পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।