ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি: তারেক রহমান


জানুয়ারি ২২, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের যুবসমাজকে কেন্দ্র করে একটি শক্তিশালী ও টেকসই কর্মসংস্থান কাঠামো গড়ে তোলা হবে। যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই হবে বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, শুধু চাকরির ব্যবস্থা করলেই হবে না, যুবকদের এমনভাবে দক্ষ ও অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলতে হবে, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং দেশ-বিদেশে যেখানে যাবে সেখানেই দ্রুত কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সক্ষম হয়। মধ্যপ্রাচ্য, ইউরোপ বা লন্ডনসহ পৃথিবীর যেকোনো দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে তারা যেন দক্ষ মানবসম্পদ হিসেবে পরিচিত হয়—সেই লক্ষ্যে বিএনপি কাজ করবে।

তিনি আরও বলেন, নারীদের উন্নয়ন ছাড়া একটি জাতির সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। এ কারণেই বিএনপি নারীদের ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে, যা পরিবারের নারী সদস্যদের—বিশেষ করে মায়েদের হাতে তুলে দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলো খাদ্য সহায়তা কিংবা নগদ অর্থ সহায়তা পাবে, যাতে তারা সম্মানজনকভাবে সংসার পরিচালনা করতে পারে এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর মাঠে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গৌউছ এবং মিফতাহ উদ্দিন সিদ্দিকি।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে তারা সহজ শর্তে ঋণ, সার, উন্নত বীজ ও কৃষি বিমা সুবিধা পাবে। তিনি বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাদের বিপদের সময় পাশে দাঁড়ানো এবং ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেওয়াই হবে বিএনপির কৃষিনীতি।

জনসভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার চারটি আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। তারা হলেন—মৌলভীবাজার-৩ আসনের এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের হাজী মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-২ আসনের শওকতুল ইসলাম শকু এবং মৌলভীবাজার-১ আসনের নাসির উদ্দিন মিঠু। তারা সবাই তারেক রহমানের ঘোষিত কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

জনসভায় মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা—মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল—থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে শেরপুরের আইনপুর মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। সকাল থেকেই সমাবেশস্থলে মানুষের ঢল নামে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে এসে জড়ো হতে থাকেন।

দীর্ঘদিন পর সরাসরি জনসভায় তারেক রহমানের উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। জনসভায় তিনি মৌলভীবাজার জেলার চারটি আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। উল্লেখ্য, ২০০৫ সালে প্রথমবার মৌলভীবাজার সফর করেন তারেক রহমান। এরপর ২০০৪ সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা এবং ২০১৮ সালে শেরপুরে পথসভায় অংশ নেন তিনি। দীর্ঘ বিরতির পর এ জনসভাই ছিল মৌলভীবাজারে তারেক রহমানের প্রথম বড় দলীয় জনসভা, যা নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।