ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

মিটিং-মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে: তারেক রহমান


জানুয়ারি ১৯, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গঠনে কেবল রাজনৈতিক স্লোগান, মিছিল-মিটিং কিংবা একে অপরের দোষারোপে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক সংস্কার ও মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিতে চায় বিএনপি। তিনি বলেন, আগামীর রাজনীতি হবে জনগণের দৈনন্দিন চাহিদা, মানবিকতা ও উন্নয়নকে কেন্দ্র করে—যেখানে মানুষের জীবনমান উন্নয়নই হবে মূল লক্ষ্য।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে যশোরের অ্যালবেনিজমে আক্রান্ত অতি ফর্সা রঙের শিশু আফিয়ার জন্য প্রতিশ্রুত ‘নতুন ঘর হস্তান্তর’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষের জন্য কাজ করা হবে পরিকল্পিত ও টেকসইভাবে, যাতে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীও উন্নয়নের সুফল পায়।তিনি জানান, গ্রামীণ জনগোষ্ঠীকে আর্থ-সামাজিকভাবে শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালু করা হবে। এসব কার্ডের মাধ্যমে কৃষক ও সাধারণ পরিবারগুলো সহজেই সরকারি সহায়তা, ভর্তুকি এবং প্রয়োজনীয় সেবা পেতে পারবে। পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও গতিশীল করতে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমান আরও বলেন, ভবিষ্যতে আবারও খাল কাটা কর্মসূচি চালু করা হবে, যাতে জলাবদ্ধতা দূর হয় এবং সেচব্যবস্থা উন্নত হয়। এর মাধ্যমে পানির সংকট কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, মানুষ যেন ঘরে বসেই প্রাথমিক চিকিৎসাসেবা পেতে পারে, সে লক্ষ্যে তৃণমূল পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এতে করে গ্রামাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষ সহজে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবে।নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে পারলে শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে সমাজের অবহেলিত ধর্মীয় নেতৃবৃন্দ—মসজিদের ইমাম, খতিবসহ অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনার আশ্বাস দেন।

অনুষ্ঠানে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নতুন ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শিশু আফিয়ার মা মনিরা খাতুন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই সহায়তা তার জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। একইভাবে সন্তুষ্টি ও আনন্দ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল বিএনপির নেতাকর্মীরাও।

উল্লেখ্য, যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফফর হোসেনের সঙ্গে ২০২০ সালে পারিবারিকভাবে বিয়ে হয় কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। ২০২২ সালের ১৩ নভেম্বর তাদের কোলজুড়ে জন্ম নেয় কন্যা আফিয়া। তবে জন্মের পরই শিশুটির অ্যালবেনিজমজনিত অতি ফর্সা গায়ের রংকে কেন্দ্র করে তাকে অস্বীকার করেন বাবা মোজাফফর হোসেন। তিনি স্ত্রী ও সন্তানকে ফেলে অন্যত্র চলে যান এবং আট মাস পর মনিরাকে তালাক দিয়ে বিদেশে পাড়ি জমান।এই অমানবিক ঘটনার পর চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন মনিরা খাতুন ও তার শিশু কন্যা। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। তখনই অসহায় এই মা ও শিশুর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন হিসেবে নতুন ঘর হস্তান্তর করা হয়, যা মানবিক রাজনীতির একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকেই।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।