ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার


জানুয়ারি ১৭, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে মো. শামীম মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে ৩২ কেজি ভারতীয় গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা এনায়েতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
‎‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। ধৃত আসামি গ্রেফতারের সময় ৩২ কেজি গাঁজাও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শামীম ওই গ্রামের রঙ্গু মিয়ার ছেলে।
‎‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।