ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

কাজিপুরের চরাঞ্চলে স্বস্তির হাওয়া, যমুনায় শুরু হলো ড্রেজিং কার্যক্রম


জানুয়ারি ১৭, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ পলাশ শেখ (সিরাজগঞ্জ) জেলা প্রতিনিধি:    দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে যমুনা নদীতে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা-বিচ্ছিন্ন ৬টি ইউনিয়নের চরাঞ্চলবাসীর যোগাযোগ দুর্ভোগ লাঘবের আশার আলো দেখা দিয়েছে।বুধবার (১৭ জানুয়ারি) সকাল থেকে যমুনা নদীর গুরুত্বপূর্ণ অংশে ড্রেজিং কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। শীত মৌসুমে নদীর নাব্যতা কমে যাওয়ায় প্রতি বছরই এসব চরাঞ্চলে নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। নদীপথই যেহেতু এই ইউনিয়নগুলোর একমাত্র যোগাযোগ মাধ্যম, তাই সাধারণ যাত্রী থেকে শুরু করে নৌকার মাঝি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয়দের অভিযোগ ছিল, নাব্যতা সংকটের কারণে নৌকা আটকে গিয়ে সময় ও কর্মঘণ্টা নষ্ট হয়, জরুরি প্রয়োজনে যাতায়াতও হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতি থেকে উত্তরণে দীর্ঘদিন ধরেই যাত্রী ও চরাঞ্চলবাসী প্রয়োজনীয় ড্রেজিংয়ের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়ে আসছিলেন।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান চরাঞ্চলে পূর্ব অভিজ্ঞতার আলোকে সমস্যাটিকে গুরুত্ব দিয়ে দেখেন। শীত মৌসুমের শুরু থেকেই তিনি বিআইডাব্লিউটিএসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করে আসেন। চরবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় প্রশাসনিক সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখেন তিনি।
সব জটিলতা কাটিয়ে অবশেষে ড্রেজিং কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মির কাজিপুর ক্যাম্পের ক্যাপ্টেন আসফাক, ক্যাপ্টেন গালিব ও তাদের টিম, পাশাপাশি বিআইডাব্লিউটিএ’র সাইট ইঞ্জিনিয়ার রিয়াদ ও মামুনসহ ড্রেজিং টিমের সদস্যরা।চরাঞ্চলের বাসিন্দারা জানান, দ্রুত ড্রেজিং সম্পন্ন হলে শীত মৌসুমে নৌযোগাযোগ স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব পাবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।