ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

কেউ কেউ গণতন্ত্রের পথকে আবার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে: তারেক রহমান


জানুয়ারি ১৭, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   কেউ কেউ নানা বক্তব্য ও বিভিন্ন উছিলা তুলে ধরে আবারও গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে—এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্রের পথে যে অগ্রগতি তৈরি হয়েছে, তা নস্যাৎ করার জন্য একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছে।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিগত গণতান্ত্রিক আন্দোলনের সময় আওয়ামী ফ্যাসিবাদী শাসনের অধীনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সম্মানে এই সভার আয়োজন করা হয়। সভাটির আয়োজক ছিল ‘আমরা বিএনপি পরিবার’ এবং ‘মায়ের ডাক’।

তারেক রহমান তার বক্তব্যে বলেন, গুম ও খুনের সেই ভয়াবহ, বিভীষিকাময় দিন ও রাতের অবসান ঘটেছে। দীর্ঘদিন পর দেশের মানুষ আবার গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। কিন্তু এই সময়েই কেউ কেউ নানা ধরনের কথা বলে, নানা কৌশল অবলম্বন করে এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, যাতে এই গণতান্ত্রিক পথচলা বাধাগ্রস্ত হয়। তিনি দল-মত নির্বিশেষে গণতন্ত্রে বিশ্বাসী সকল নাগরিককে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান। তার ভাষায়, যারা বিভিন্ন উছিলা দাঁড় করিয়ে বিতর্ক সৃষ্টি করে আবারও গণতন্ত্রকে ব্যাহত করতে চায়, তাদের যেন কোনোভাবেই সফল হতে দেওয়া না হয়।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা কখনো কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেননি। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানই বরাবর তাদের রাজনীতির মূল ভিত্তি। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এভাবে দৃঢ় ভূমিকা রাখতে সক্ষম, সেই দলকে ষড়যন্ত্র বা অপপ্রচারের মাধ্যমে দমন করে রাখা সম্ভব নয়। তিনি সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত ভূমিকা ও আচরণের দিকেও ইঙ্গিত করেন এবং বলেন, এসব বিষয় জনগণ প্রত্যক্ষ করছে।

ফ্যাসিবাদী শাসনামলের ভয়াবহ চিত্র তুলে ধরে তারেক রহমান বলেন, ওই সময়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতন, নিপীড়ন ও হত্যার শিকার হয়েছেন। বহু নেতাকর্মীকে গুমের শিকার হতে হয়েছে, যাদের অনেকের আজও কোনো খোঁজ মেলেনি। সারা দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেই দেড় লাখের বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়। এসব মামলার বোঝা প্রায় ৬০ লাখেরও বেশি নেতাকর্মীকে বহন করতে হয়েছে।

তিনি আরও বলেন, এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার কারণে লাখ লাখ নেতাকর্মীকে বছরের পর বছর, মাসের পর মাস, এমনকি দিনের পর দিন ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করতে হয়েছে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়েছে অসংখ্য মানুষকে। তারেক রহমান জোর দিয়ে বলেন, এসব মামলাই ছিল জনগণের আন্দোলন দমিয়ে রাখার একটি পরিকল্পিত হাতিয়ার। তবুও সকল নির্যাতন ও বাধা অতিক্রম করে দেশের মানুষ আজ গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে—এটাই সবচেয়ে বড় অর্জন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।