ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

শৈলকুপায় হামলায় আহত হয়ে বিচার চেয়ে মামলা করে ঘরে অবরুদ্ধ মান্নান বিশ্বাস।


জানুয়ারি ১৬, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:   ঘটনাটা উপজেলার ১০ নম্বর বগুড়া ইউনিয়নের রত্নাট গ্রামে । গত ডিসেম্বর মাসে ৪ তারিখে পূর্ব শত্রুতার জেট ধরে আব্দুল মান্নান বিশ্বাসের সারের দোকানে হামলা চালিয়ে আহত করে আব্দুল মান্নান বিশ্বাস ও তার স্ত্রীকে। ঘটনার প্রেক্ষিতে আব্দুল মান্নান বিশ্বাস হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ৯ তারিখে উক্ত ঘটনা বিচার চেয়ে শৈলকুপা থানার একটি মামলা দায়ের করে। এই মামলার আসামিরা হল রত্নাট গ্রামের বদিয়ার বিশ্বাসের ছেলে আমজাদ বিশ্বাস, আজাদ বিশ্বাস ,সামাদ বিশ্বাস ও সাজ্জাদ বিশ্বাস।

আব্দুল মান্নান বিশ্বাস জানান এই মামলা করার পর রত্নাট গ্রামের আওয়ামী লীগের ওয়ার্ড নেতা মজিদ বিশ্বাসের নেতৃত্বে আব্দুল মান্নান বিশ্বাসের মাঠঘাট বন্ধ করে দেয়া হয়। এমনকি তার স্যারের দোকান থেকে যা থেকেও সার ক্রয় না করে সেই ব্যাপারে গ্রামে এবং অঞ্চলে প্রচার চালানো হয়। মামলা হওয়ার পর আজ পর্যন্ত উক্ত মামলার আসামিরা গ্রেফতার হয়নি। আজ সকাল বেলা মান্নান বিশ্বাস তার মাঠে মুড়ি কাটা পেঁয়াজ উঠাতে গেলে তার সেই পেঁয়াজ উঠানো বন্ধ করে দেয়া হয়। মান্নান বিশ্বাস জানান তার এই ঘটনা নেতৃত্ব দিচ্ছে নেতা মসজিদ বিশ্বাস।

এই বিষয়ে মজিদ বিশ্বাসের কাজ জানতে চাইলে সে বলেন মান্নান বিশ্বাস মামলা করেছে আমরা চেষ্টা করেছিলাম ঘটনাটা স্থানীয়ভাবে মিটিয়ে দেয়ার কিন্তু সে তা শোনে নি। আজকে আমি জানতে পারলাম মান্নান বিশ্বাসের পেঁয়াজ ওঠাতে গেলে যারা মামলার আসামি তারা তাদের মাঠ থেকে উঠিয়ে দিয়েছে। ঘটনা জানতে পেরে আমি তাদের মৌখিকভাবে রাগ বাগ করেছি। আমি আজ বাড়িতে নেই। তবে যে মামলায় করুক না কেন সত্য কথায় তো আর মামলা হয় না। উনাকে যে সারের দোকানে মারধর করেছে বিষয়টা সত্য বলে তিনি উল্লেখ করেন।

তবে মামলা কারি আব্দুল মান্নান বলেন মামলার আসামি যদি গ্রেফতার করত তাহলে তার আজ এই অবস্থা স্বীকার হতো না। আমি সব জায়গায় জানানোর পরে ও হামলা কারীদের কোন উপযুক্ত ব্যবস্থা নেয়া হচ্ছে না। আমি যদি আমার মামলা প্রত্যাহার না করি তাহলে তারা আমাকে হত্যা করতে পারে।এই প্রসঙ্গে শোলকুপা থানার অফিসার্স ইনচার্জকে অবহিত করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।