আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহ-১ (শৈলকুপা) সংসদীয় আসনে নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বিএনপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের দুই প্রার্থীর সাম্প্রতিক সৌজন্য সাক্ষাৎ। বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা উপজেলার বারইপাড়া এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান (আসাদ)-এর নিজ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে দুই নেতা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
চা পানের মাধ্যমে সম্পন্ন হওয়া এই সৌহার্দ্যপূর্ণ বৈঠক স্থানীয় রাজনীতিতে ভিন্ন এক বার্তা ছড়িয়ে দিয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক সম্মানের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোঃ আসাদুজ্জামান জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে সমর্থন প্রদান কিংবা নিজের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও জানান, সম্ভাব্য সিদ্ধান্তের বিষয়টি দলীয় কেন্দ্রের সঙ্গে বিস্তারিত আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সে অনুযায়ী পরবর্তীতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। আপাতত বিষয়টি নিয়ে এর বেশি মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন।রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে ঘিরে জল্পনা-কল্পনা শুরু হলেও সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন দিনগুলোতে দলীয় সিদ্ধান্তই শৈলকুপা-১ আসনের নির্বাচনী কৌশল ও সমীকরণ স্পষ্ট করবে।

