ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

শৈলকুপায় ডিবির অভিযানে গাঁজাসহ যুবক আটক


জানুয়ারি ১৩, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি:   ঝিনাইদহ জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে শৈলকুপা উপজেলায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাতের অভিযানে ফুলহরি ইউনিয়নের চরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত যুবকের নাম সোহেল রানা (২৫)। তিনি ফুলহরি চরপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

ডিবি পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরপাড়ার ইসরাইল বিশ্বাসের বাঁশবাগান সংলগ্ন একটি মেঠো রাস্তার ওপর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।এসময় সোহেল রানার সঙ্গে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ হাজার টাকা বলে জানায় পুলিশ।

ডিবি পুলিশের ওসি মো. আব্দুল হাশেম জানান, এসআই মো. মুরাদুজ্জামানের নেতৃত্বে ডিবির ১ নম্বর টিম মাদকবিরোধী অভিযানে অংশ নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।