টঙ্গীবাড়ি প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হিরোইনসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প এই অভিযান পরিচালনা করে।গ্রেপ্তারকৃতরা হলেন—টঙ্গীবাড়ির চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিনা বেগম ও তার মেয়ে সুইটি বেগম।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়।গোপন সংবাদের ভিত্তিতে আমতলী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আনুমানিক তিন লক্ষ টাকা মূল্যের ৬০ গ্রাম হিরোইন এবং মাদক বিক্রির নগদ ৫,৬৬০ টাকা উদ্ধার করা হয়।মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপস্ অফিসার জানান, গ্রেফতারকৃতরা ওই এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত।
অভিযানের পর উদ্ধারকৃত মাদক ও আটক মা-মেয়েকে আইনি প্রক্রিয়ার জন্য টঙ্গীবাড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে সেনাবাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছে সেনাবাহিনী।

