ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

বাহুবলে বাস–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটোচালকের মৃত্যু


জানুয়ারি ১২, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎‎হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের চারগাঁও হাফিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।‎নিহতের নাম সাজু মিয়া (৩২)। তিনি বাহুবলের মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সাজু মিয়া ঘটনাস্থলেই মারা যান।‎‎খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

পরে ফায়ার সার্ভিসের সহায়তায় যান দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।”‎দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার সদস্যরা তার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।