ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে প্রবাসীদের অর্থায়নে ৪০টি সোলার লাইট প্রতিস্থাপন


জানুয়ারি ১১, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাবু হাওলাদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি:   টঙ্গীবাড়ী উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের পশ্চিম সোনারং প্রবাসী জনকল্যাণ সংস্থার অর্থায়নে ৪০টি সোলার লাইট প্রতিস্থাপন করা হয়েছে। এ উদ্যোগে সার্বিকভাবে অর্থায়ন করেন পশ্চিম সোনারং গ্রামের প্রবাসীরা।

সোলার লাইট স্থাপনের ফলে এলাকায় আনন্দ ও স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের অন্ধকার দূর হওয়ায় এখন রাতের বেলায় নির্বিঘ্নে চলাচল করতে পারছেন এলাকাবাসী। স্থানীয়দের মতে, আলোকিত পরিবেশের কারণে চোর, ডাকাত ও মাদকসেবীদের আনাগোনা কমবে এবং এলাকায় নিরাপত্তা আরও জোরদার হবে।

এই মহতী কাজে স্থানীয় এলাকাবাসী সার্বিক সহযোগিতা করেন। প্রবাসীদের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তারা বলেন, এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা তাদের।

উল্লেখ যে, পশ্চিম সোনারং প্রবাসী জনকল্যাণ সংস্থা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ, শীত বস্ত্র বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।