ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

শরীয়তপুরে ভোটকেন্দ্র পূর্ণবহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


জানুয়ারি ১১, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:   শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মালত কান্দী পাইকবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পূর্ণবহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় নারী-পুরুষ সহ ভোটাররা।রোববার সকালে কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে স্থানীয় ভোটার মালত আবুল কালাম মুন্না তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে আমি সহ প্রায় পঁচিশ ছাবববশ ভোটার এ কেন্দ্রে ভোট প্রদান করে আসছি।

তবে হঠাৎ করে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে ১১৩নং মালত কান্দি পাইকবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রটি স্থানীয় নির্বাচনের সুবিধা ভোগ করার জন্য কিছু ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রের মাধ্যমে অন্যত্র স্থানান্তর করা হয়েছে, যা স্থানীয় কোন ভোটাররা অবগত নন, এমতাবস্থায় স্থানীয় নারী-পুরুষ ভোটারদের মধ্যে উদ্বেগ ও গভীর ক্ষোভ সৃষ্টি করেছে। তাদের আশঙ্কা, এতে করে অনেক ভোটার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবেন। মালত মুন্না সহ অন্যান্য বক্তারা বলেন, দ্রুত মালত কান্দী পাইকবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রটি পুনর্বহালের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন হাজী আব্দুল মোতালেব মালত, আনোয়ার হোসেন গাজী, সিরাজ মালত, বাসার মোল্লা, আমজাদ মোল্লা, আবুল হোসেন আকন, আলমগীর বেপারী, মহসিন মোল্লা, বাবুল গাজী, ইমান মোড়ল, মনছুর গাজী, সাহিন খান, শফি গাজী, আকতার মালত, দেলোয়ার মোল্লা, কাউসার মোল্লা, নাইম মালত, ফরিদ মোল্লা, শহিদুল মালত, আব্বাস গাজী, রিপন গাজী, শাজাহান হাওলাদার, শাহিন হাওলাদার এবং জিয়া সাইবার ফোর্স, শরীয়তপুর জেলা সভাপতি মালত আবুল কালাম মুন্না সহ স্থানীয় ভোটাররা।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আগামীতে রাস্তা অবরোধ সহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।