ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

‘মিয়ানমার থেকে ছোড়া গুলিতে’ টেকনাফে শিশুসহ আহত ৩


জানুয়ারি ১১, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশুসহ তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (তারিখ) সকাল আনুমানিক ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই সীমান্তের ওপার থেকে গুলির শব্দ শোনা যায়। এতে ওই এলাকায় অবস্থানরত তিনজন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে একজন ১২ বছর বয়সী শিশু রয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, মিয়ানমার থেকে ছোড়া গুলিতে তানজিনা আফনান নামে ১২ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

তবে পরে এ তথ্য সংশোধন করা হয়। দুপুর ১টার দিকে আহত শিশুটির দাদা আবুল হাশেম গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, তানজিনা আফনান মারা যায়নি। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

এ ঘটনায় আহত অন্য দুজনকেও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি নজরদারি বাড়িয়েছে বলে স্থানীয়দের ধারণা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।