ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

শৈলকুপায় রাতের আঁধারে পাহাড়াদারকে বেঁধে দুর্ধর্ষ ডাকাতি


জানুয়ারি ১১, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি:   শৈলকুপা উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী পুরাতন বাজারে গত রাতে সংঘটিত হয়েছে এক ভয়াবহ ও পরিকল্পিত ডাকাতির ঘটনা। গভীর রাতের নীরবতা ভেঙে সংঘবদ্ধ ডাকাত দল বাজারের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যত অচল করে দিয়ে নির্বিঘ্নে চালায় তাদের অপারেশন।স্থানীয় সূত্র জানায়, ডাকাতরা প্রথমেই বাজারের দায়িত্বে থাকা পাহারাদারকে কৌশলে ধরে ফেলে।

পরে তাকে বেঁধে রেখে পুরো বাজার এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। পাহারাদারকে নিষ্ক্রিয় করে দেওয়ার পর দোকানে হানা দেয় ডাকাতরা। স্থানীয় অনেকেই ধারণা করছেন—এটি পূর্বপরিকল্পিত ডাকাতি।ডাকাতরা চলে যাওয়ার পর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঘটনা জানাজানি হলে বাজারজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও ক্ষোভ। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরেই রাতে বাজারে পর্যাপ্ত নিরাপত্তার অভাব ছিল, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পাহারাদারের বক্তব্য এবং আশপাশের তথ্য সংগ্রহ করে ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।এই ঘটনায় কাতলাগাড়ী পুরাতন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা ও নিয়মিত টহলের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুঃসাহসিক অপরাধ আর ঘটতে না পারে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।