ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬

গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ৫১ পরীক্ষার্থী আটক


জানুয়ারি ৯, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   গাইবান্ধা জেলায় সঃপ্রাঃবিঃ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা ও অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে ১৭ জন নারীসহ মোট ৫১ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়ে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক পরীক্ষার্থীরা শরীরে গোপনে লুকানো ডিজিটাল যোগাযোগ ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে উত্তর সংগ্রহের চেষ্টা করছিলেন। অভিযানে পরীক্ষার্থীদের কাছ থেকে কথা বলার সক্ষমতাসম্পন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, সঃপ্রাঃবিঃ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নফাঁসমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও বিশেষ নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সন্দেহভাজনদের তল্লাশি চালিয়ে এই অনিয়মের ঘটনা শনাক্ত করা সম্ভব হয়।আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।