ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

হাদির হত্যার বিচার দাবিতে লক্ষ্মীপুরে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ


জানুয়ারি ৮, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

‎লক্ষ্মীপুর প্রতিনিধি:   শরীফ ওসমান ‎হাদির হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা।‎বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ঝুমুর বিজয় চত্বরে এ কর্মসূচি করেন তারা।

‎বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন ও হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নেন। প্ল্যাকার্ডে ‘Justice for Hadi’, ‘হাদির হত্যার বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।‎এ সময় হাদি হত্যার ২৪ দিনেও প্রকৃত আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। একই সাথে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

‎বিক্ষোভের কারণে ঝুমুর চত্বর ও আশপাশের সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।‎বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার পর উল্লেখযোগ্য সময় পার হলেও এখনো দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।‎তারা আরও বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামীতে যমুনা ঘেরাও সহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।