ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


জানুয়ারি ৩, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি:   শৈলকুপায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলাম ও এএসআই ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার রাতের অভিযানে শৈলকুপা উপজেলার ৮ নম্বর ধলহড়া চন্দ্র ইউনিয়নের চর ধলহারা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় রাসেল শেখ (২৫) নামের এক যুবককে। সে ওই এলাকার মোঃ ঝন্টু শেখের ছেলে। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় রাসেল শেখ সন্দেহজনকভাবে অবস্থান করছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশিতে মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার হয়।এ ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ। তাকে আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয়রা বলছেন, চর ধলহারা এলাকায় মাদকের অবাধ চলাচলে যুব সমাজ ধ্বংসের পথে। পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে বলে তারা আশা প্রকাশ করেন।শৈলকুপা থানা কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।