ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

কোটচাঁদপুরে রোলার ছাড়াই চলছে পিচ ঢালাই: সিঙ্গিয়া-রহমতপুর সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ।


জানুয়ারি ৩, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

লতা মিয়া (ঝিনাইদহ) প্রতিনিধি:   ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের সিঙ্গিয়া থেকে রহমতপুর গ্রাম পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নিয়মবহির্ভূতভাবে রোলার ছাড়াই পিচ ঢালাই করার ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ​স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ এই রাস্তাটির সংস্কার কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে তা ভেস্তে যেতে বসেছে। রাস্তার কাজে অত্যন্ত নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করা হয়েছে, যা সামান্য আঘাতেই ভেঙে যাচ্ছে।
​সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে রাস্তার ফিনিশিং নিয়ে। প্রকৌশল নিয়ম অনুযায়ী, ইটের খোয়া বিছানোর পর ভারি রোলার দিয়ে তা যথাযথভাবে সমান (কমপ্যাকশন) করার বাধ্যবাধকতা থাকলেও এখানে তা মানা হচ্ছে না। রোলার ছাড়াই তড়িঘড়ি করে বিছানো খোয়ার ওপর পিচ ঢালাই দেওয়া হচ্ছে।
​জনরোষ ও প্রতিক্রিয়া ​সরেজমিনে স্থানীয় বাসিন্দারা জানান,ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন জনস্বার্থকে তোয়াক্কা না করে দায়সারাভাবে কাজ শেষ করার চেষ্টা করছে। এলাকাবাসী বাধা দিলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। রাস্তায় যে ইট দেওয়া হয়েছে তা হাত দিয়েই ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। রোলার দিয়ে সমান না করেই পিচ ঢালাই দেওয়া হচ্ছে। এভাবে কাজ করলে রাস্তাটি দুই মাসও টিকবে না। আমরা সরকারি টাকার সঠিক ব্যবহার চাই এবং অবিলম্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদন্তের দাবি জানাচ্ছি।”​এ বিষয়ে বলুহর ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান,মানসম্মত কাজ না হলে সরকারি অর্থের অপচয় হবে এবং জনগণের দুর্ভোগ আরও বাড়বে।
​বিষয়টি নিয়ে উপজেলা এলজিইডি (LGED) সার্ভেয়ার আলী আহমদ জানান,অভিযোগটি তারা আমলে নিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করছেন। তবে স্থানীয়দের দাবি,কাজ সাময়িকভাবে বন্ধ রেখে সিডিউল অনুযায়ী মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করে পুনরায় কাজ শুরু করতে হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।