স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে হুমকি দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর শনিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওতে দেখা যায়, মাহদী হাসান থানার ভেতরে ওসির সঙ্গে তর্কে জড়ান এবং প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক মন্তব্য করেন। জানা গেছে, শুক্রবার দুপুরে সাবেক এক ছাত্রলীগ নেতাকে থানার বাইরে আনার সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়।ভিডিওটির দৈর্ঘ্য এক মিনিট ৪৬ সেকেন্ড।এতে মাহদী নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং জুলাই আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দেন।
তিনি ওসিকে উদ্দেশ্য করে বলেন,“কেন আমার ভাইকে গ্রেফতার করা হয়েছে?”“কেন বার্গেনিং করা হয়েছে?”“এতগুলো ছেলে এখানে কি আসছে নাকি?”“আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট ফর্ম করেছি। আপনারা আমাদের প্রশাসনের লোক।”ভিডিওতে মাহদী পূর্বের ঘটনায় বানিয়াচং থানার অফিস ধ্বংস ও পুলিশি সামগ্রী পুড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করেন।
ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি মাহদী হাসানের সাংগঠনিক কার্যক্রম ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য স্থগিত করেছে।পুলিশ জানায়, ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

