স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে শনিবার (৩ জানুয়ারি) পাঠানো নোটিশে বলা হয়েছে, গত শুক্রবার (২ জানুয়ারি) মাহদী হাসানের কিছু বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সংগঠনের আদর্শ ও নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং জনপরিসরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।নোটিশে মাহদী হাসানকে কারণ দর্শানোর জন্য লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে তাকে জানতে চাওয়া হয়েছে, কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না।
সংগঠনের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব সংগঠনের সভাপতি রিফাত রশিদের কাছে দাখিল করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাকে সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহদীমাহদী হাসানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

