ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

জয়শঙ্করের সফর রাজনৈতিকভাবে না দেখাই ভালো: পররাষ্ট্র উপদেষ্টা


জানুয়ারি ১, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের ঢাকার সফরকে কেবল সৌজন্যসূচক একটি জেসচার হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন এবং এটি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক কোনো গুরুত্বপূর্ণ ইস্যুর সঙ্গে যুক্তভাবে বিশ্লেষণ না করার জন্য সতর্ক করেছেন। তিনি বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি ঢাকায় এসেছেন। এই তালিকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিও ছিল। তবে, তার সফর সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও পুরো জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তিনি মর্যাদার সঙ্গে শ্রদ্ধা প্রদর্শন করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আসা একটি ভালো জেসচার। এ পর্যন্তই। এর চেয়ে বেশি অর্থ খুঁজে বের করার চেষ্টা করা ঠিক হবে না। এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা ঠিক নয়।” তিনি আরও উল্লেখ করেন, জয়শঙ্করের সঙ্গে কোনো একান্ত বৈঠক হয়নি এবং ওয়ান-টু-ওয়ান কোনো কথাবার্তা হওয়ার সুযোগও হয়নি। অনুষ্ঠানস্থলে অন্যান্য দেশের প্রতিনিধি, যেমন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকারও উপস্থিত ছিলেন। সেইসঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। এটি ছিল কেবল প্রথাগত সৌজন্যবোধ এবং সামাজিক শিষ্টাচার, যা সবাই মেনে চলে।

তৌহিদ হোসেন আরও বলেন, তার সঙ্গে যেসব কথাবার্তা হয়েছে, তা ছিল সম্পূর্ণই সাধারণ সৌজন্যসূচক এবং প্রকাশ্যে, কোনো দ্বিপাক্ষিক বা রাজনৈতিক আলোচনার সুযোগ সেখানে ছিল না। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের মধ্যে শুধু বিএনপি সমর্থকদের কাছে নয়, বরং সব রাজনৈতিক দল এবং প্রতিবেশী দেশগুলোতেও একটি যথেষ্ট পজিটিভ ইমেজ রাখতেন। তার অবস্থান ও দেশপ্রেম মানুষ সমানভাবে স্বীকার করতেন। এজন্য তার মৃত্যুতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং এ ধরনের উপস্থিতি স্বাভাবিক।”

এর আগে, খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ডুঙ্গেল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলি হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ। এই উপস্থিতি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খালেদা জিয়ার মর্যাদা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন হিসেবে দেখা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।