ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান


জানুয়ারি ১, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করে এবং দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের আবেগ ও অনুভূতির কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি শোক, কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের সম্মিলিত প্রকাশ ঘটান।

স্ট্যাটাসে তারেক রহমান লেখেন,
গভীর শোক ও অশেষ কৃতজ্ঞতায় হৃদয় ভারাক্রান্ত হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, আপসহীন গণতান্ত্রিক নেত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। একজন মা হিসেবে, একজন রাজনৈতিক অভিভাবক হিসেবে এবং একজন আদর্শ মানুষ হিসেবে তার শূন্যতা আমার জীবনে যে কত গভীর, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই বেদনা ব্যক্তিগত হলেও, এই শোক যেন পুরো জাতির।

তিনি আরও লেখেন,
এই কঠিন ও বেদনাবিধুর সময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি, ভালোবাসা ও সহমর্মিতা আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি। অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা, আত্মীয়স্বজন এবং সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে এসে যেভাবে তাকে শেষ বিদায় জানিয়েছে, সম্মান প্রদর্শন করেছে এবং আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে—তা আমাকে বারবার মনে করিয়ে দিয়েছে, তিনি শুধু আমার মা ছিলেন না; বহু অর্থে তিনি ছিলেন সমগ্র জাতির মা।

তারেক রহমান লেখেন,
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক প্রতিনিধি, আন্তর্জাতিক অঙ্গনের কূটনীতিকবৃন্দ এবং বৈশ্বিক উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন—এই মানবিক সহমর্মিতার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। পাশাপাশি যেসব দেশ, সরকার ও প্রতিষ্ঠান শোকবার্তা ও সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই আন্তর্জাতিক ভালোবাসা ও সম্মান আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে এবং আমাদের শোককে কিছুটা হলেও লাঘব করেছে।

তিনি আরও উল্লেখ করেন,
শোকের এই মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমার সহোদর ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি। আজ যখন লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছি, তখন মনে হচ্ছে—নিকটজন হারানোর যে শূন্যতা, তা পেরিয়ে পুরো বাংলাদেশই যেন আমার পরিবার হয়ে উঠেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন,
আমার মা সারাজীবন নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে গেছেন। জনগণের অধিকার, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি কখনো আপস করেননি। আজ তার অনুপস্থিতিতে সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। পূর্ণ একাগ্রতা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি—যেখানে আমার মা’র পথচলা থেমে গেছে, সেখানে আমি সর্বোচ্চ চেষ্টা করব সেই পথচলাকে এগিয়ে নিতে। বিশেষ করে সেই মানুষগুলোর জন্য, যাদের ভালোবাসা, আস্থা ও বিশ্বাস তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি ও প্রেরণা জুগিয়েছে।

শেষাংশে তারেক রহমান লেখেন,
আল্লাহ তায়ালা যেন আমার মা’র রূহকে শান্তি দান করেন। তিনি যে অসীম ভালোবাসা, ত্যাগ, সাহস ও উদারতার উদাহরণ আমাদের সামনে রেখে গেছেন—সেখান থেকেই আমরা সবাই যেন শক্তি, ঐক্য, মানবতা ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পাই। এই শোককে শক্তিতে রূপান্তর করেই আমরা তার আদর্শকে বাঁচিয়ে রাখব।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।