ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তি আটক


ডিসেম্বর ৩০, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   নাটোর জেলার সদর থানাধীন নাটোর–বগুড়া মহাসড়কের নিংগুইন এলাকায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।সোমবার বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনী, ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ ও নাটোর জেলার সিংড়া থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী একটি চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় বগুড়া থেকে নাটোরগামী সিফাত স্পেশাল পরিবহনের একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৩-২৪০৯) তল্লাশি করা হয়।তল্লাশিকালে বাসের যাত্রী মো. মোকাররম হোসেন (৩৫), পিতা—মৃত আজগর আলী, গ্রাম—চকজোড়া, থানা—শাহজানপুর, জেলা—বগুড়া-এর কাছ থেকে ০৭ (সাত) বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের প্রস্তুতকারক কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) বলে জানা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।