নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। শোকাহত পরিবেশে সংবাদ সম্মেলনে এসে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ এই দুই নেতাকে কাঁদতে দেখা যায়। কান্নাজড়িত কণ্ঠে তারা প্রিয় নেত্রীর মৃত্যুতে গভীর শোক ও বেদনার কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই দুঃসংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে—এটা আমরা কোনোদিন কল্পনাও করিনি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আশা করেছিলাম, তিনি আগের মতোই আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।” আবেগে কণ্ঠ রুদ্ধ হয়ে এ সময় তিনি আরও বলেন, “আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আজ ভোর ৬টায় গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতীয় অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই শোক, এই ক্ষতি অপূরণীয়।”
তিনি বলেন, “এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। জাতি কোনোদিনই এই শূন্যতা পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সমগ্র জীবন জনগণের অধিকার, গণতন্ত্র এবং দেশের কল্যাণের জন্য উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই।” খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ সময় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “সংকটে ও শোকে যেমন মাথার ওপর মায়ের একটি ছায়া থাকে, আজ জাতি যেন সেই ছায়া থেকে বঞ্চিত হলো।” খালেদা জিয়ার অসুস্থতার সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “তিনি কখনো হাসপাতালে ছিলেন, কখনো বাসায় ছিলেন। তবুও আমাদের মনে হতো—একজন মা তো আছেন। সেই ভাবনাই আমাদের শক্তি জুগিয়েছে। আজ সেই শক্তির জায়গাটাই শূন্য হয়ে গেল। এই বেদনা ভাষায় প্রকাশ করার মতো শব্দ আমি খুঁজে পাচ্ছি না।”
রিজভী আরও বলেন, “ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘ একটি সময় তার নেতৃত্ব ও ছায়ায় আমরা বেড়ে উঠেছি। তিনি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন—এটা মেনে নেওয়া সত্যিই খুব কষ্টের।” তিনি উল্লেখ করেন, “অগণিত নিপীড়ন সহ্য করে, চোখের সামনে সন্তানের লাশ দেখেও কেবল দেশ ও গণতন্ত্রের স্বার্থে অটুট মনোবল নিয়ে তিনি টিকে ছিলেন। এমন দৃঢ়তা ও সাহস বিরল।”
সংবাদ সম্মেলনজুড়ে শোকের আবহ ছিল স্পষ্ট। দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর উদ্দেশে শোক প্রকাশ করে বিএনপি নেতারা বলেন, এই শোক ও সংকট কাটিয়ে ওঠা জাতির জন্য অত্যন্ত কঠিন হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং পুরো জাতির জন্যই এক গভীর ও অপূরণীয় ক্ষতি।

