ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে: মির্জা ফখরুল


ডিসেম্বর ২৯, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ আবারও তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করবে। এ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন দেওয়ায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের আস্থার কারণেই আবারও এই আসন থেকে জনগণের সেবা করার সুযোগ পেয়েছি।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফখরুল। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, পরম করুণাময় আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি—কারণ তিনি আমাকে আবারও জনগণের জন্য কাজ করার একটি সুযোগ দিয়েছেন। জনগণের ভালোবাসা ও সমর্থনে যদি নির্বাচিত হতে পারি, তাহলে এই অঞ্চলের সার্বিক উন্নয়নে নিজেকে পুরোপুরি নিবেদিত রাখব।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবার উন্নতির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

মির্জা ফখরুল বলেন, কৃষকই আমাদের অর্থনীতির মেরুদণ্ড। তাই কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সার-বীজ ও সেচব্যবস্থার সমস্যা সমাধান এবং কৃষিপণ্য সংরক্ষণ ও বিপণনে আধুনিক ব্যবস্থা গড়ে তোলাকে তিনি অগ্রাধিকার দেবেন। এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করার কথাও উল্লেখ করেন তিনি।

মনোনয়নপত্র জমা শেষে তিনি আশা প্রকাশ করে বলেন, এই এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এ যাত্রায় বিএনপিকে বিজয়ী করবেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের জনগণের কাছে আমার বিনীত আবেদন—আপনারা অতীতে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এবারও সেভাবেই পাশে থাকবেন এবং ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করতে সহযোগিতা করবেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এই বিপুল সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনী পরিবেশকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।