স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।বিবৃতিতে তিনি বলেন, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সারাদেশ থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক ঢাকা ও বিভিন্ন কেন্দ্রে যাতায়াত করবেন। শিক্ষার্থীদের যাতায়াত ও পরীক্ষার পরিবেশ নির্বিঘ্ন রাখতে সামাজিক দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছিল জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে ওই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয় এবং মহাসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল।দলীয় সূত্রে জানা গেছে, প্রথমে মহাসমাবেশের স্থান হিসেবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তীতে প্রশাসনিক ও অন্যান্য বাস্তবতা বিবেচনায় স্থান পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যানকে চূড়ান্ত করা হয়। এ লক্ষ্যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি সমাবেশ বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছিল।সমাবেশ সফল করতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে একাধিক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলা পর্যায় থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় আনার পরিকল্পনাও নেওয়া হয়েছিল। তবে ভর্তি পরীক্ষার বিষয়টি সামনে আসায় কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেয় দলটি।জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায়ে তারা রাজনৈতিক ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে এবং পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে নতুন তারিখে মহাসমাবেশসহ অন্যান্য কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

