স্টাফ রিপোর্টার: ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্টভাবে জানান, এই মামলার তদন্ত দ্রুত অগ্রসর হচ্ছে এবং আগামী ১০ দিনের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করা হবে।
রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকার চায়, এই মামলার মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন হোক—যাতে কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে থাকতে না পারে।
তিনি আরও বলেন, দেশে ফ্যাসিবাদী মানসিকতা, সন্ত্রাস ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের যেন কোনো রাজনৈতিক দল আশ্রয় না দেয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে, যা মামলার বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া হত্যাকাণ্ডে জড়িতদের আর্থিক লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব ইতোমধ্যে জব্দ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার কার্যক্রমের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে এবং জনগণের আস্থা আরও দৃঢ় হবে।

