ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫

গোমস্তাপুরের বিভিষণ সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ-ইন


ডিসেম্বর ২৮, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হামিদুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:   চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএসএফ কর্তৃক পাঁচজনকে পুশইন করা হয়েছে রবিবার ২৮ ডিসেম্বর সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার৷ রাধানগর ইউনিয়নের বিভিষণ বিওপি সীমান্ত দিয়ে ৫ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। পরবর্তীতে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে গোমস্তাপুর থানায় সোপর্দ করে ।
বিজিবি সূত্রে জানা যায়, আটক কৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিভিষণ বিওপি’র দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাদের হেফাজতে নেন।
আটক পুশ-ইনকৃত ব্যক্তিদের পরিচয় নিম্নরূপ—
কামরুল লস্কর (৪৬), পিতা— মৃত শহিদ লস্কর;
মোঃ সাদ্দাম লস্কর (২২), পিতা— কাশরুল লস্কর;
মোছাঃ লিপি লস্কর (৪০), স্বামী— কামরুল লস্কর;
মোছাঃ ফিরোজা (১৬), পিতা— মোঃ কামরুল লস্কর।
তাদের বাড়ি গ্রাম— জামিল ডারা, পোস্ট— খরেলা, থানা— কালিয়া, জেলা— নড়াইল।
অপর একজন আটক ব্যক্তি মোঃ হায়দার সরদার (২৩), পিতা— মোঃ আশরাফুল; গ্রাম— কাটা দূরে, পোস্ট— নাইলো, থানা— মোল্লারহাট, জেলা— বাগেরহাট। ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।