ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫

সীতাকুণ্ডে, জমির সীমানা নিয়ে ৭০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা


ডিসেম্বর ২৭, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হোসেন (চট্টগ্রাম) প্রতিনিধি:   সীতাকুণ্ডে জমির সীমানা বিরোধের জেরে মো. নবীউল হক (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে,শুক্রবার( ২৬ ডিসেম্বর) সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বৃদ্ধের পরিবারের দাবি, সুমন নামের স্থানীয় এক যুবকের মারধরে নবীউল প্রাণ হারিয়েছেন।

নিহত নবীউল নতুনপাড়া এলাকার বাসিন্দা।নিহত ব্যক্তির ভাগিনা, মো,শাহাজান জানান, স্থানীয় বাসিন্দা সুমন কিছু লোকজন নিয়ে তাঁর মামার জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন।জমি পরিমাপ না করেই সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দিলে তাঁর মামার সঙ্গে সুমনের বিতর্কিত হয়। একপর্যায়ে সুমন তাঁর মামাকে, এলোপাতাড়ি পেটানোর,পর, একপর্যায়ে তাকে সজজোড়ে ধাক্কা দিলে সেই পছন্ড় মাথায় আঘাত পায়। এতে মাথায় দিয়ে রক্ত বের হয়ে অচেতন হয়ে পড়েন তাঁর মামা, নবীউল।

পরে সুমন,পালিয়ে যান। স্হায়ীরা নবীউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত নবীউলের মেয়ে সাজেদা আক্তার জানান,জমি সংক্রান্ত বিষয় নিয়ে সুমনের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।বর্তমানে ময়নাতদন্তের জন্য তাঁর বাবার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িত সুমনসহ সবার বিরুদ্ধে হত্যা মামলা করা হবে বলে জানিয়েছেন,তার মেয়ে,

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম জানান, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় হয়ে নবী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পেরেছেন। নিহত ব্যক্তির পরিবারের দাবি, তাঁকে পিটিয়ে ও মাথায় আঘাত করে সুমন নামের এক যুবক হত্যা করেছেন।মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে, এ ঘটনার পর অভিযুক্ত সুমন পালিয়ে গেলেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী জেসমিন আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।