আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি: মাদক কারবারিদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত হয়ে ওঠা শৈলকুপার কিছু এলাকায় ফের সক্রিয় হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে শৈলকুপা আর্মি ক্যাম্পের নিয়মিত টহল অভিযানে মাদক ব্যবসায়ী রানা (৩১) নামের এক যুবককে আটক করা হয়েছে।
আটক রানা উপজেলার শ্রীরামপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। সেনাবাহিনীর একটি টহল দল সন্দেহজনক গতিবিধির কারণে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং প্রাথমিক যাচাই শেষে ইয়াবা সহ মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেয়ে তাকে আটক করে।পরবর্তীতে সেনাবাহিনী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে শৈলকূপা থানায় হস্তান্তর করে। থানায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিছু নির্দিষ্ট ব্যক্তি এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকলেও ভয়ে মুখ খুলতে সাহস পায় না সাধারণ মানুষ। তবে সেনাবাহিনীর এমন নিয়মিত টহল ও তাৎক্ষণিক অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে এবং শৈলকুপাসহ আশপাশের এলাকায় টহল আরও জোরদার করা হবে।

