ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

কাদামাখা পথে স্কুলে যাওয়া, নিশিন্দায় থমকে যাচ্ছে শিশুদের স্বপ্ন!


ডিসেম্বর ২৪, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি:   সকাল হলেই ছোট ছোট ব্যাগ কাঁধে করে দল বেঁধে স্কুলে যাওয়ার কথা নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটি কেটে ফেলে তার ওপর কাদা-মাটি ছড়িয়ে রাখায় প্রতিদিনই ভয় আর কষ্ট নিয়ে স্কুলে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের।

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের এই বিদ্যালয়ের সামনে দাঁড়ালেই চোখে পড়ে ভাঙা সড়ক, জমে থাকা কাদা আর পিচ্ছিল পথ। একটু বৃষ্টি হলেই রাস্তাটি হয়ে ওঠে বিপজ্জনক। পা পিছলে পড়ছে শিশু, ভিজে যাচ্ছে স্কুল ড্রেস, কেউ কেউ মাঝপথ থেকেই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে।

স্থানীয় এক অভিভাবক বলেন, বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগে। পড়ে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষকরা জানান, এই রাস্তার কারণে নিয়মিত উপস্থিতি কমে যাচ্ছে। পাঠদান ব্যাহত হচ্ছে, পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবেই রাস্তাটি কেটে চলাচলের অনুপযোগী করা হয়েছে। বারবার অনুরোধ করেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও ফল মেলেনি।

ঘটনার খবর পেয়ে সংবাদকর্মীরা এলাকায় গেলে তড়িঘড়ি করে সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়। তবে এলাকাবাসীর দাবি, এটি কেবল লোক দেখানো উদ্যোগ। তারা মনে করেন, বিষয়টি চাপা দিতেই সাময়িকভাবে মাটি সরানো ও সমান করার চেষ্টা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনার সঙ্গে এলাকার একটি প্রভাবশালী মহল জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে। এজন্যই এতদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না বলে মনে করছেন স্থানীয়রা।

এলাকাবাসীর একটাই দাবি, বিদ্যালয়ের সামনে রাস্তাটি দ্রুত ও স্থায়ীভাবে সংস্কার করতে হবে। যাতে করে শিশুদের স্কুলে যাওয়া আর ভয়ের কারণ না হয়। পাশাপাশি, এই ভোগান্তির জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।