ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

নিরাপত্তা বেস্টনি ভেদ করে দিল্লির বাংলাদেশ মিশনে আক্রমণ, দূতকে হত্যার হুমকি


ডিসেম্বর ২১, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ  ক্রমেই উত্তেজনা বাড়ছে বাংলাদেশ-ভারত সম্পর্কে। দুইপ্রান্তের নানা ঘটনা পরিস্থিতিকে বিষিয়ে তুলছে। গত রাতে নজিরবিহীনভাবে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন অবধি পৌঁছে গেছে উগ্রপন্থিরা। নিরাপত্তা বেস্টনি ভেদ করে তারা বাংলাদেশ হাউজের গেটে গিয়ে বিক্ষোভ করে। সেখান থেকে বাংলাদেশ দূতকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। সূত্রমতে, শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে একদল উগ্রপন্থি বাংলাদেশ হাউসের মূল ফটকে অবস্থান নেয়। তাদের দেশটির নিরাপত্তা বাহিনীর কোনো রকম বাধার মুখে পড়তে হয়নি। এ সময় তারা গেটে দাঁড়িয়েই বাংলাদেশবিরোধী নানা স্লোগান দেয়। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকিও দেয়। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনা সম্পর্কে অন্তবর্তীকালীন সরকার অবহিত হলেও দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো প্রতিবাদ জানানো হয়েছে কি-না নিশ্চিত হওয়া যায়নি। স্মরণ করা যায়, বাংলাদেশ এবং ভারত উভয় সরকারের তরফেই বিদেশি কূটনৈতিক মিশন এবং দেশগুলোর দূতদের নিরাপত্তা নিশ্ছিদ্র করার বাধ্যবাধকতা রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।