ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে মাধবপুরে দোয়া ও কফিন মিছিল


ডিসেম্বর ১৯, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে দোয়া ও প্রতীকী কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে।‎শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে আজাদী ছাত্র–জনতার উদ্যোগে উপজেলা পরিষদ গেট থেকে কর্মসূচির সূচনা হয়।

প্রথমে প্রতীকী কফিন মিছিল বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলে পরিণত হয়।মিছিলটি ঢাকা–সিলেট মহাসড়কে কিছু সময় অবস্থান নিলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এতে সাময়িক যানজট ও ভোগান্তি সৃষ্টি হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরে মিছিলটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
‎‎কর্মসূচির শেষে মাধবপুর উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।‎আজাদী ছাত্র–জনতার নেতারা বলেন, শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁরা এই ঘটনায় সুষ্ঠু তদন্তেরও দাবি জানান।পুলিশ জানায়, কর্মসূচিটি অনুমতিপ্রাপ্ত ছিল এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
‎‎প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ঢাকা–৮ আসনে নির্বাচনী প্রচারণা শেষে রাজধানীর রাস্তায় গুলিবিদ্ধ হন শহীদ ওসমান হাদী। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।‎ওসমান হাদীর মৃত্যুতে দেশজুড়ে বিভিন্ন স্থানে শোকসভা, দোয়া ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।