ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ


ডিসেম্বর ১৯, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সংগঠনের অন্যতম শীর্ষ নেতা শরিফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ঠিক ৬টায় সিঙ্গাপুর থেকে আসা বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে তার মরদেহ গ্রহণের জন্য ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে, সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শরিফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা ও সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

ফেসবুক পোস্টে সংগঠনটি জানায়, “আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীর শহীদ শরিফ ওসমান হাদিকে সম্মান জানাতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করব।” একই সঙ্গে নেতাকর্মী ও সাধারণ জনগণকে শান্তিপূর্ণভাবে শোক ও শ্রদ্ধা জানানোর আহ্বান জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, বিমানবন্দর থেকে শাহবাগ হয়ে শহীদ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে, যেখানে সর্বসাধারণ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে দেশজুড়ে। আজ শুক্রবার সারা দেশে বাদ জুমা তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনাস্থল থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার গুরুত্ব বিবেচনায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও নাগরিক বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।