ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু


ডিসেম্বর ১৭, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি:   ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই নারী তিন সন্তানের জননী হওয়ায় ঘটনাটি এলাকাজুড়ে শোক ও বেদনার আবহ তৈরি করেছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আবাইপুর ইউনিয়নের মীনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আছিয়া খাতুন ওই গ্রামের মামুন শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আছিয়া খাতুন প্রতিদিনের মতো পরিবারের জন্য খাবার প্রস্তুতের উদ্দেশ্যে রান্নাঘরে যান। রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎ সংযোগের সুইচ দিতে গেলে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল ও গ্রামের পরিবেশ মুহূর্তেই শোকাকুল হয়ে ওঠে।নিহত আছিয়া খাতুনের ছোট ছোট তিনটি ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে। মায়ের আকস্মিক মৃত্যুতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও মানবিক বেদনা আরও গভীর হয়েছে। এলাকাবাসী জানান, আছিয়া খাতুন ছিলেন একজন সংসারপ্রিয় ও পরিশ্রমী গৃহবধূ।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এদিকে স্থানীয়রা বৈদ্যুতিক নিরাপত্তা ও ঘরোয়া বিদ্যুৎ ব্যবস্থার ত্রুটি রোধে সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন হৃদয়বিদারক দুর্ঘটনা আর না ঘটে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।