রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সোমবার রাতের রাস্তায় যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া গেলে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। গঙ্গাচড়া সদর ইউনিয়নের ভুটকা মধ্যপাড়ার ডুব্বির পাড়ে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে পুলিশ আখেরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ঘটনাটি মৃত আখেরুল ইসলামের বাড়ি থেকে মাত্র পাঁচশ গজ দূরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আখেরুল মালিপ বাজার থেকে প্রয়োজনীয় বাজার কিনে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছানোর সময় দূর্বৃত্তরা তার মাথার ডানপাশে একাধিকবার আঘাত করে তাকে রাস্তার পাশে ফেলে যায়। ঘটনাস্থলেই আখেরুল মারা গেলে পথচারীরা তাকে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন।নিহত আখেরুল ভুটকা মধ্যপাড়ার শামসুদ্দিনের ছেলে এবং গঙ্গাচড়া পূর্ব থানা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আক্তারুল ইসলামের বড় ভাই।
তিনি দিনমজুর হিসেবেও কাজ করতেন এবং সম্প্রতি কেরানীগঞ্জ এলাকায় কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন। এক মাস আগে সে চাকরি ছেড়ে বাড়িতে এসেছ।পরিবারের সদস্যরা মৃত্যুটিকে সন্দেহজনক মনে করছেন। ছোট ভাই আখতারুল ইসলাম জানান, সন্ধ্যায় ভাইয়ের মোবাইলে ক্রমাগত ফোন আসছিল এবং একবার তিনি কারো সঙ্গে তর্ক করতে শুনেছেন। পরিবারের ধারণা, ফোনের মাধ্যমে তাকে বাইরে ডেকে আনা হয়েছে।
এলাকাবাসীর মাঝে রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে চরম অসন্তোষ দেখা দিয়েছে। তারা এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছে।পুলিশ এখনও নিশ্চিত করতে পারছে না এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায় জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

