স্টাফ রিপোর্টার: ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে যাওয়া স্ত্রী সিংহ ‘ডেইজি’কে সফলভাবে আবার খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বের হয়ে যায়।
চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানান, সন্ধ্যার পর ডেইজিকে চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়। অচেতন হওয়ার পর সেটিকে নিরাপদে ধরে খাঁচায় ফেরত নেওয়া হয়। তিনি বলেন, এ ঘটনায় আতঙ্কের কোনো কারণ নেই।
কীভাবে সিংহটি বের হয়ে যায়—এ বিষয়ে তিনি জানান, খাঁচার দরজায় সম্ভবত তালা লাগানো ছিল না। গ্রিল ভাঙা বা কোনো ফাঁক না থাকায় দরজা দিয়েই বের হওয়ার সম্ভাবনা বেশি। ঘটনাটি তদন্তে রাতেই একটি কমিটি গঠন করা হবে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

