ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎রত্না ব্রিজ ভেঙে হবিগঞ্জের সঙ্গে তিন উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন


ডিসেম্বর ৫, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জ–বানিয়াচং সড়কের রত্না নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ রত্না ব্রিজের একটি অংশ ভেঙে পড়ায় হবিগঞ্জ জেলা সদর ও বানিয়াচং, আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।‎শুক্রবার সকালে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর উঠলে হঠাৎ করে পাঁচটি স্টিলের ডেকিং ভেঙে নিচে দেবে যায়। এতে মুহূর্তের মধ্যে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।
‎‎ব্রিজ ভেঙে পড়ার পর থেকে ওই রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন, রোগী ও কর্মজীবী মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। বিকল্প হিসেবে স্থানীয়রা এখন নৌকায় করে রত্না নদী পার হচ্ছেন।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।

এ বিষয়ে একাধিকবার সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে অবহিত করা হলেও কোনো সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হয়নি।‎বানিয়াচং উপজেলার বাসিন্দা আমজাদ হোসেন বলেন, ‘আমরা বারবার বলেছি, ব্রিজটা ভাঙার উপক্রম। কেউ শুনেনি। আজ পুরো যোগাযোগ বন্ধ হয়ে মানুষ দুর্ভোগে পড়েছে।’
‎হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (দায়িত্বপ্রাপ্ত) মো. মিজানুর রহমান বলেন, “ব্রিজটি আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল। আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। আপাতত বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে, পরে সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে।”স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবহন শ্রমিকদের দাবি, দ্রুত জরুরি ভিত্তিতে ব্রিজটি সংস্কার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হোক।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।