ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

চলমান শিক্ষকদের শাটডাউনে সাংবাদিকের ফুটেজ সংগ্রহে বাধা, প্রধান শিক্ষকের হুমকি নিয়ে উত্তেজনা


ডিসেম্বর ৩, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:    গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার নীলকণ্ঠ প্রাথমিক বিদ্যালয়ে চলমান শিক্ষকের শাটডাউন কর্মসূচি নিয়ে ফুটেজ সংগ্রহকালে জাতীয় দৈনিক ভোরের খবর এর প্রতিনিধিকে প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম নানা রকম হুমকি প্রদান করেন।

ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক শিক্ষকদের অবস্থান ও কর্মসূচির দৃশ্য ধারণ করছিলেন। এ সময় প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম অযথা উত্তেজিত হয়ে সাংবাদিকের কাজ বাধাগ্রস্ত করেন এবং বলেন, “আপনি যদি এই ফুটেজ ব্যবহার করেন, তখন আপনি সমস্যায় পড়তে পারেন।”এবং বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেন।
প্রতিবেদক জানান, প্রধান শিক্ষকের এমন আচরণ পেশাগত স্বাধীনতার পরিপন্থী।

এ সময় শিক্ষার্থীরাও জানান, “সহকারী শিক্ষক ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করবোনা।” তাদের বক্তব্যে দেখা যায়, শিক্ষার্থীরাও শিক্ষকদের দাবিকে সমর্থন করছেন এবং কর্মসূচিতে ঐক্যবদ্ধ।

শিক্ষক নেতারা এ সময় তাদের তিন দফা দাবি পুনর্ব্যক্ত করেন। দাবি অনুযায়ী:

শিক্ষকদের তিন দফা দাবি:

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

শিক্ষক নেতারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। অন্যদিকে সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতের জন্য উদ্বেগ প্রকাশ করেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।