ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা


ডিসেম্বর ৩, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফন রিপোর্টার:    গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস আজ বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। ঠিক সন্ধ্যা ৭টা ৮ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন। তার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় বাড়তি নিরাপত্তা ও তৎপরতা লক্ষ্য করা যায়।

হাসপাতালের মূল ফটকেই প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) যান, যেখানে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন।

সিসিইউতে প্রধান উপদেষ্টার উপস্থিতির সময় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ এবং মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবউদ্দিন তালুকদারও উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিস্তারিত প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এবং চিকিৎসা অগ্রগতির বিষয়ে মতবিনিময় করেন।

এর আগে দুপুরে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম। পরে বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম হাসপাতালে পৌঁছান। রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক বিভিন্ন স্তরের নেতাদের ধারাবাহিক উপস্থিতিতে হাসপাতাল চত্বরে দিনজুড়ে ব্যস্ততা ও সতর্কতা লক্ষ্য করা যায়।

পুরো দিন এভারকেয়ার হাসপাতালকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়েছে। সকাল থেকেই হাসপাতালের প্রধান ফটক ও আশপাশের এলাকায় বিজিবি, পুলিশ, ডিএমপি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নেন। সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে একাধিক চেকপোস্ট বসানো হয়, এবং ভেতরের চলাচলেও ছিল বিশেষ নজরদারি।

সামগ্রিকভাবে, দিনজুড়ে রাজনৈতিক নেতাদের আসা-যাওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় হাসপাতাল এলাকাজুড়ে ছিল সংবেদনশীল পরিস্থিতির আবহ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।