স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় দুর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরির আঘাতে সৈকত নামে এক যুবক নিহত হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে গাইবান্ধা- সাঘাটা সড়কের ত্রিমোহিনী এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে হাসপাতালে মরদেহটি উদ্ধার করে ৩ ডিসেম্বর বুধবার দুপুরে মরদেহটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে সদর থানা পুলিশ।
ছুরিকাঘাতে নিহত সৈকত গাইবান্ধা জেলা শহরের মাস্টার পাড়ার আলি আহমেদের ছেলে। নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় কয়েকজনের সাথে বেশ কিছুদিন থেকে তার শত্রুতা চলে আসছিল। গতকাল রাতে শহর থেকে তাকে ডেকে নিয়ে গিয়ে রাস্তার পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সৈকত মাদক সেবন ও কারবারের দায়ে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন। সম্প্রতি জেল থেকে বের হয়ে কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক রবিউল আলম গণমাধ্যমে জানান,মরদেহটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারন উদঘটনে তদন্ত চলছে।

