গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে গণমাধ্যম কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে উন্মুক্ত আলোচনার মাধ্যমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের উপর গুরু আরোপ করে বলেন, জনকল্যাণমুখী, উন্নয়ন ও সেবা কার্যক্রমের উদ্যোগ গুলো গতিশীল ও বাস্তবায়নের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সহযোগিতার কথা দৃঢ়তার সাথে ব্যক্ত করেন। তিনি বলেন এটি একটি বৃহৎ উপজেলা। এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। উপজেলার উন্নয়ন,ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতার কথা ব্যক্ত করেন। উপজেলা প্রশাসন এবং গণমাধ্যম কর্মীদের সহযোগিতার মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম কে এগিয়ে নেয়া সম্ভব।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

