স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। একই দিনে আয়োজন করা দুটি ভোটের তফসিল ঘোষণা করা হবে ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে। দুই ভোট একসঙ্গে হওয়ায় ভোটগ্রহণের সময় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা বাড়ানোর বিষয়েও চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার *সমকাল*-কে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী ৭ ডিসেম্বর কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই সভাতেই তফসিল ঘোষণা এবং ভোটের তারিখ নির্ধারণ করা হবে।
ইসি আনোয়ারুল আরও জানান, দুই ভোট একই দিনে হওয়ায় ভোটগ্রহণের সময় বাড়ানোর বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। মক ভোটিংয়ের অভিজ্ঞতায় ভোটকক্ষ নয়, বরং গোপনকক্ষের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে—প্রতিটি ভোটকক্ষে একটি গোপনকক্ষের পরিবর্তে দুটি রাখার পরিকল্পনা রয়েছে। ৭ ডিসেম্বরের সভায় এ বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
তিনি বলেন, “আমরা তো আগেই বলেছি, রোজার আগে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে। দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি ধরলে ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যেই পড়ে। ৮ ফেব্রুয়ারির এক-দু’দিন পর বা ১২ ফেব্রুয়ারির এক-দু’দিন আগেও হতে পারে।”
তিনি আরও বলেন, “তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঘোষণা হবে—সেই হিসাবে ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যেই তফসিল হওয়ার কথা।”
আগামী বছরের রোজার আগে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আগে থেকেই নিচ্ছিল ইসি। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের দিনই গণভোট নেওয়ার ঘোষণা দেওয়ায়—ইসি সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করেছে।

