ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

দেশে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


ডিসেম্বর ২, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নিচ্ছে—এমন প্রশ্নের জবাবেই তিনি এ বক্তব্য দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ প্রয়োজন হলে সবার জন্যই নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি রয়েছে মন্ত্রণালয়ের। বাংলাদেশে কারও নিরাপত্তা ঝুঁকি নেই। যার যে অবস্থান অনুযায়ী নিরাপত্তা প্রয়োজন হবে, সরকার সেই ব্যবস্থা করে দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব নাগরিকের নিরাপত্তায় প্রস্তুত।বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি বড় ও গুরুত্বপুর্ণ প্রতিবেদন, যেখানে বহু গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে। সরকার এগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এছাড়া তিনি জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বডি ক্যামেরা কেনা হবে এবং নির্বাচনকালীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি থাকবে।1ফোনে আড়িপাতার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেবল অনুমোদিত সংস্থাগুলোই আড়িপাতা চালাতে পারবে, অনুমোদন ছাড়া অন্য কেউ তা করতে পারবে না। এসপি পদায়ন নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।