কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও এলাকার প্রবীণ রাজনীতিবিদ মো. শিহাব উদ্দিন সরকার আর নেই। তিনি মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৫টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ভোরে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মো. শিহাব উদ্দিন সরকার করিমগঞ্জের স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তাঁর সততা, নিষ্ঠা ও মানবিকতা তাকে স্থানীয় জনগণের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছিল।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা অঙ্গনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, “শিহাব উদ্দিন সরকার ছিলেন আমাদের এলাকার অভিভাবকসুলভ মানুষ। উন্নয়ন ও জনসেবায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর নানশ্রী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পশ্চিম নানশ্রী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন পরিবার ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

