ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত


ডিসেম্বর ১, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

খাঁন রমিম:   পাবনা জেলার সাঁথিয়া উপজেলা বিএনপির বিদ্যমান আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং খুব শিগগিরই সাঁথিয়া উপজেলার নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হবে। দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও সক্রিয় করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাংগঠনিক পুনর্গঠনের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যেই দায়িত্বশীল ও কর্মঠ নেতাদের সমন্বয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করে ঘোষণা দেওয়া হবে।
এদিকে স্থানীয় নেতাকর্মীদের মাঝে এ সিদ্ধান্তের পর নতুন নেতৃত্ব নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। বহুদিন ধরে স্থবির থাকা সাংগঠনিক কার্যক্রমে নতুন কমিটি প্রাণ ফিরিয়ে আনবে বলে আশা করছেন তৃণমূল নেতারা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।