ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

আচরণবিধি লঙ্ঘন করলেই প্রার্থিতা বাতিল করা হবে: ইসি


ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আচরণবিধি লঙ্ঘনকারীদের ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো ছাড় দেবে না। তিনি স্পষ্ট করে জানান, এ ধরনের ঘটনায় কাউকে শোকজ নয়—যে প্রার্থী আচরণবিধি ভঙ্গ করবেন, তার প্রার্থিতা সরাসরি বাতিল হবে। সোমবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে সায়রা গার্ডেন রিসোর্টে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল আরও বলেন, কোনোভাবেই যেনতেনভাবে নির্বাচন আয়োজন করা হবে না। যেখানে জরিমানা বা শাস্তির প্রয়োজন হবে, ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। পোস্টারবিষয়ক নির্দেশনা প্রসঙ্গে তিনি জানান, এবারের নির্বাচনে পোস্টার ঝুলবে না—তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই কঠোরভাবে এটি বাস্তবায়ন করা হবে। সবার জন্য সমতল নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে কমিশনের একটি মনিটরিং সেল থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে তারা যেকোনো সময় দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। তার আশা, এবারের নির্বাচন হবে সর্বোত্তম মানের।কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মোস্তফা হাসান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।