স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় নবাগত পুলিশ সুপার জসিম উদ্দীনের যোগদান এবং বিশেষ কল্যাণ সভা ও নিশতা এ্যঞ্জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।২৯ নভেম্বর (শনিবার) গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশ, আয়োজন বিশেষ কল্যাণ সভা ও নিশতা এ্যঞ্জেলা,পুলিশ সুপারের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতে মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে বিদায়ী পুলিশ সুপার নিশতা এ্যঞ্জেলার পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করা হয়। এসময় পুলিশ সদস্যরা অশ্রুসিক্ত নয়নে পুলিশ সুপারের বিভিন্ন পেশাদারিত্ব এবং মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন।
পরবর্তীতে সমাপনী বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা বলেন, গাইবান্ধা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরবের ও তৃপ্তির বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। এই পথচলায় কারও প্রতি আমার আচরণ বা কাজে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করছি।” পরিশেষে বিদায়ী পুলিশ সুপারের উপস্থিতে সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করেন এবং গাইবান্ধা জেলাবাসীর প্রত্যেকের ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত জেলায় রূপান্তরিত হওয়ার জন্য ভূমিকা রাখা ও সকলের প্রশান্তিময় পারিবারিক জীবনের জন্য শুভকামনা জ্ঞাপন করেন। এসময় বিদায়ী পুলিশ সুপারকে জেলা পুলিশ গাইবান্ধার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়, গাইবান্ধায় পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনকে গার্ড অব অনার প্রদান করেন এবং গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল সুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
এছাড়াও নবাগত পুলিশ সুপার বিদায়ী পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলার কাছ থেকে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেলার ঊর্ধ্বতন অফিসার, থানা ও অন্যান্য ইউনিটের ইনচার্জসহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এসময় তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।উক্ত বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন, মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল),এবিএম রশীদুল বারী সি-সার্কেলসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।

