ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদের বিচারের দাবিতে ভুক্তভোগী মানুষের মানববন্ধন।


নভেম্বর ২৬, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

লতা মিয়া (ঝিনাইদহ) প্রতিনিধি:   ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি খন্দকার ফারুকুজ্জামান ফরিদ চেয়ারম্যান, ও তার ভাই রাশেদ,জিল্লু, ও কবিরের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৫/১১/২৫/ মঙ্গলবার বাকড়ী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত। মানববন্ধনে হরিশংকরপুর ইউনিয়নের বাকড়ী সহ বিভিন্ন গ্রামের ফরিদ চেয়ারম্যান দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষ ও তাদের পরিবারের সদস্য এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া সবাই বলেন, ফরিদ চেয়ারম্যান থাকাকালীন সময়ে এলাকায় সন্ত্রাসী বাহিনী তৈরি করে এলাকায় খুন,ধর্ষণ, লুটপাট, বাড়িঘর ভাঙচুর করে। এছাড়া ফরিদের পেটোয়া বাহিনী দিয়ে এলাকার কৃষক, ছাত্র, মাস্টার সহ শতাধিক মানুষের মেরে হাত পা ভেঙে পঙ্গু করে দিয়েছে। তার নেতৃত্বে এলাকায় মাদক সিন্ডিকেট, গরু ছাগল লুটপাট সহ নানা অপকর্ম করে আসছে। এঘটনায় এলাকার সাধারণ শান্তিপ্রিয় মানুষ ফরিদ চেয়ারম্যান ও তার ভাইদের অত্যাচারের হাত থেকে বাঁচতে চাই। তারা এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।